Type Here to Get Search Results !

বাংলাদেশে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা


সুশোভন সিংহ; আপনার নিউজ:- অবশেষে বিশৃঙ্খলা কাটিয়ে বাংলাদেশে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলাবেন নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এদিন বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের মধ্যে ১৪ জন শপথ নিয়েছেন। শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পরে উচ্ছ্বাসে ফেটে ওঠে গণভবনে বাংলাদেশের জনগণ। 


বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর আ ফ ম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


দেশটির গণমাধ্যমে খবর অনুসারে, ঢাকার বাইরে থাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ-অধিনায়ক ফারুক-ই-আজম বীর প্রতীক আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি। উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশের ১৭ সদস্যের অন্তবর্তী সরকারি উপদেষ্টার মধ্যে দুইজন সংখ্যালঘুর জায়গা হয়েছে। 


গত ৫ই আগস্ট বৈষম্যমূলক ছাত্রজনগণ আন্দোলনের প্রভাবে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগী হয়েছেন সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে বাংলাদেশে চলমান আওয়ামী লীগ সরকার ভেঙে যায়। পরবর্তীতে দেশজুড়ে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। একদল উত্তেজিত জনতা দেশজুড়ে চালায় ভাংচুর। এমনকি বঙ্গবন্ধুর নানান মূর্তির ওপর হয় নির্বিচারে অত্যাচার। এমত অবস্থায় দেশটির দায়িত্ব নেয় সেনা। 


সেনাপ্রধান ঘোষণা করেন বাংলাদেশ চালাবে অন্তর্বর্তী সরকার। তবে প্রশ্ন ওঠে কোন রাজনৈতিক দলের নেতৃত্বরা কি চালাবে এ সরকার। ভাব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ছাত্রদের দাবি মেনে নিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেন দেশটাই রাষ্ট্রপতি। তবে জল্পনা-কল্পনা ছিল বাকি  উপদেষ্টাদের নামের বিষয়ে। পরে আজ সন্ধ্যায় অন্তর্বতীকালীন সরকারের বাকি সদস্যদের নাম জানা যায়। বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নোবেলজয়ী বাঙালি কে সংবর্ধনা দেওয়া হয় আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে।



সূত্র:- যমুনা টেলিভিশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side