মালদা; তনুজ জৈন:- সোমবার সকালে হঠাৎ এক অদ্ভুত পরিস্থিতির সাক্ষী থাকলেন মালদা বাসি। মালদা থানার আইসি-র ভাড়া বাড়ির সামনে সোমবার সকাল থেকে ধর্ণায় বসে আইসির বিরুদ্ধে জোর স্লোগান দিলেন এক যুবতী। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ গিয়ে ধর্ণা তোলার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে তুমুল বাগ-বিতন্ডায় জড়ালেন ওই যুবতী ও এলাকার বেশকিছু যুবক।
মঙ্গলবার আরজি কর ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'ছাত্র সমাজ' নামক এক অরাজনৈতিক মঞ্চ। ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তৃণমূল দলের অভিযোগ এই অভিযানের পেছনে রয়েছে বিজেপি চক্রান্ত। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তিনি এই নবান্ন অভিযান থাকছেন। এর পাশাপাশি রাজ্যের সক্রিয় এবিভিপির সদস্যরা ইতিমধ্যেই কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলনের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই।
মালদার বাচামারির বাসিন্দা এই যুবতী অভিযোগ করছেন, গতকাল রাত্রে ওল্ড মালদা মালদা থানার আইসি তার বাড়িতে গিয়ে নবান্ন অভিযানে না যাওয়ার জন্য বলেন। এর ফলে সোমবার সকালে ওই যুবতী কিছু যুবককে সঙ্গে নিয়ে ওল্ড মালদা থানার আইসির ভাড়া বাড়ীর সামনে বিক্ষোভ দেখায়। এই খবর পাওয়া মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবতি এবং কিছু যুবকের সঙ্গে কথা কাটা-কাটি শুরু হয়।
আন্দোলনকারী যুবতীর নাম সোনালী পাল। মালদা জেলার বাচামারি-র নিবাসী। সাংবাদিকদের যুবতী জানান, ' গতকাল রাত্রে মালদা থানা ic তার বাড়িতে হানা দেন এবং তার বাবাকে বলেন যেন তার মে নবান্ন অভিযানে না যায়। এর পাশাপাশি সোনালী অভিযোগ করেন, আমার বিরুদ্ধে যদি কোন ক্রিমিনাল কেস থাকে পুলিশ আমাকে লিগাল কাগজ দেখান। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।