সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- আরজি কর কাণ্ডে দোষীদের অবিলম্বে সনাক্ত করে ফাঁসি দিতে হবে এবং রাজ্যে বিরোধী দলগুলো ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করছে তার বিরুদ্ধে শনিবার বিকেলে গঙ্গারামপুর মহকুমা শহর বুনিয়াদপুরে পথ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করলো তৃণমূল। এদিন এই মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। তৃণমূলের বিক্ষোভ মিছিল বুনিয়াদপুর শহর পরিক্রমা করে ট্রাফিক মোড়ে এসে আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায়। এই সমাবেশ থেকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যে সিপিএম এবং বিজেপি ছাত্রী মৃত্যুকে হাতিয়ার করে নোংরা রাজনীতি করছে। বিক্ষোভ সমাবেশ থেকে তৃণমূল নেতৃত্ব জানান,রবিবার থেকে দক্ষিণ দিনাজপুরের প্রতিটি ব্লকে আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে ধরনায় বসতে চলছে তৃণমূলের নেতা কর্মীরা।
আরজি কর তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যাকাণ্ডে উত্তাল রাজ্য। ইতিমধ্যেই রাজ্যে বিরোধী দলগুলো এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। শুক্রবার দোষীদের শাস্তি দাবিতে কলকাতা রাজপথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে অভিযোগ করেন রাজ্যে সিপিএম এবং বিজেপি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ১৪ই আগস্ট প্রমাণ লোপাট করার স্বার্থেই আরজি করে তাণ্ডব চালায় বিজেপি এবং সিপিএম। কলকাতা সভা মঞ্চ থেকেই রাজ্যের নেতৃত্বে উদ্দেশ্যে বার্তা দেন মমতা, মুখ্যমন্ত্রী বলেন ১৭ এবং ১৮ই আগস্ট রাজ্যজুড়ে আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামবে তৃণমূল।
এদিন 'আপনার নিউজ'কে বুনিয়াদপুরের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানান, " আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই দোষীদের ফাঁসির দাবি জানিয়ে আসছেন, তদন্তভার এখন সিবিআই এর হাতে, তাই দোষীদের অবিলম্বে সনাক্ত করে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে এই দাবীতে এবং ছাত্রী মৃত্যুকে হাতিয়ার করে যেভাবে রাজ্যে সিপিএম এবং বিজেপি নোংরা রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের এই সমাবেশ, "। এ পাশাপাশি সুভাষ জানান, " আগামীকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবীতে ধরনায় বসবে তৃণমূলের নেতৃত্ব এবং কর্মীরা।
বুনিয়াদপুরে এই বিক্ষোভ কর্মসূচিতে জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, বংশীহারী ব্লক তৃণমূল সভাপতি পার্থ প্রতিম মজুমদার, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্যরা। মিছিলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।