দিলদার আলী; আপনার নিউজ:- ১৯১০ সালে আজকের দিনে উত্তর মেসিডোনিয়া জন্মগ্রহণ করেছিলেন মাদার তেরেসা(মেরি টেরিজা বোজাঝিউ)। আজকের এই শুভ দিনে মাদার কে স্মরণ করে গঙ্গারামপুর হাসপাতালে ব্লাড সেন্টারে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়।
আজ এই শিবির উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সুশান্ত কুন্ডু
উপস্থিত ছিলেন গঙ্গারামপুর হাসপাতালে ব্লাড সেন্টারে ডাক্তার তাপস কুমার সাহা, উপস্থিত ছিলেন ফোরামের শিউলি দেব বর্মণ ও জনতা সরকার সহ গঙ্গারামপুর ব্লাড সেন্টার স্বাস্থ্য কর্মিগন।