বিজেপির ডাকা বনধে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে বন্ধ দোকান পাট, তৃণমূলের মিছিল থেকে ছড়াল উত্তেজনা, লাঠি উচিয়ে দাদাগিরি করে মানুষকে জোর করে দোকান খোলানোর অভিযোগ, বাহুবলি নেতাদের দাপাদাপি এলাকায়, তীব্র আক্রমণ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের।
মালদা;তনুজ জৈন;২৮আগস্ট: ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপর বর্বরোচিত অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তার প্রতিবাদেই বুধবার বিজেপির বাংলা বন্ধের ডাক। সেই বন্ধে একদিকে বিজেপির মিছিল।অন্যদিকে বন্ধের বিরুদ্ধে তৃণমূলের মিছিল। সকাল থেকেই এলাকায় স্বতঃস্ফূর্ত ভাবে দোকানপাট ছিল বন্ধ।বিজেপি কর্মীরা বন্ধের সমর্থনে মিছিল করে শান্তিপূর্ণ ভাবে মানুষের কাছে অনুরোধ করে।মানুষ তাতে স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। কিন্তু তৃণমূলের মিছিল থেকে বেনজির দৃশ্য দেখল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়।
মিছিল থেকে লাঠি উচিয়ে দাদাগিরি। জোর করে হুমকি দিয়ে মানুষকে দোকান খোলানোর চেষ্টা। এর আগের বহু বনধে এই ধরনের দৃশ্য কোনদিনও দেখেনি হরিশ্চন্দ্রপুর। যেখানে মানুষ নিজে বন্ধ রেখেছে দোকানপাট।সেখানে তৃণমূলের বাহুবলী নেতারা চাপ দিচ্ছে দোকান খোলার জন্য।একদিকে বিজেপির মিছিলে উপস্থিত ছিল মন্ডল সভাপতি অজয় পাশোয়ান, যুব মোর্চার সভাপতি মনোজ দাস অন্যান্য নেতা-কর্মীরা। আর তৃণমূলের মিছিলে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূলের সভাপতি জিয়াউর রহমান, আইএনটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাস, ব্লক সাধারণ সম্পাদক ইমরান আলী, যুবনেতা পূজন দাস, অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা প্রমুখ। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি বিজেপি জোর করে দোকান বন্ধ করিয়ে ছিল। তারা মানুষকে সাহস দিয়ে দোকান খুলিয়েছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।