আপনার নিউজ ডেক্স:- মা শব্দের অর্থ কোন কিছুতে পরিমাপ করা যায় না। তবে কেবলমাত্র জন্ম দিলেই যে মা হয় তাও না। পৃথিবীর সব থেকে সুন্দর শব্দ মা। তাই ত ধসে বিধ্বস্ত ওয়ানাডে এক মা অনন্য নজির স্থাপন করলেন। চার মাসের শিশুকে কোলে নিয়ে মহিলা ওয়ানাডের ত্রাণ শিবিরে গিয়ে অনাথ শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন। দুধের শিশুকে যেভাবে মা যত্নয়াত্তি করে থাকে সেই ভাবেই অনাথ শিশুদের দেখভাল করছেন তিনি।
সূত্রের খবর অনুসারে, দম্পতির বাড়ি ওয়ানাড থেকে অনেকটা দূরে ইডুক্কিতে। সেটি কেরলের দক্ষিণ প্রান্তের শহর। অন্যদিকে, ওয়ানাড হল উত্তর প্রান্তের জেলা। মহিলার স্বামী জানিয়েছেন, সংবাদমাধ্যম থেকে তাঁর স্ত্রী জেনেছেন, ওয়ানাডের ধসে অনেক দুধের শিশুও অনাথ হয়ে গিয়েছে। স্ত্রী তাঁকে অনুরোধ করেন সে শিশুগুলির পাশে দাঁড়াতে চায়। সেই মতো তিনি অফিস থেকে ছুটি নিয়ে দু’জনে ওয়ানাডে চলে এসেছেন।
এই কঠিন যান্ত্রিক সমাজ ব্যবস্থায় এমন মানবিকতার পরিচয় একমাত্র একজন 'মা' দিতে পারে, তা আবার একবার প্রমাণ করলেন এই মহিলা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দম্পতির কথা প্রকাশিত হলেও তাঁদের অনুরোধেই নাম ও ছবি প্রকাশ করা হয়নি। কারণ, দম্পতির আর্জি তাঁরা প্রচার চান না। নিজেদের খরচে কালিকটের হোটেলে থেকে সকাল থেকে ত্রাণ শিবিরে কাটাচ্ছেন।