IBPS SO And PO Recruitment 2024
আপনার নিউজ ডেক্স:- (Job News) রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আরও একটি চাকরির বিজ্ঞপ্তি (IBPS Recruitment 2024 Notification) প্রকাশ পেল। ভারতের ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন তথা IBPS-এর কমিটির তরফে SO ও PO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই পদগুলিতে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৫ হাজারেরও বেশি। পদগুলিতে ভারতের সকল রাজ্যের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।
দেখুন পদের নাম ও সংখ্যা
IBPS কমিটির তরফে প্রকাশিত পদের নাম হল SO ও PO। এখানে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে ৫৩৫১ টি।
দেখুন মাসিক বেতন
ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন কমিটির তরফে প্রকাশিত SO ও PO পদে মাসিক বেতন দেবে নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
SO পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ডিগ্রি, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি। PO পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি।
SO ও PO পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের বয়সসীমা প্রয়োজন সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর।
এবার দেখুন কিভাবে আবেদন করতে হবে
প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in ভিজিট করবেন।
তারপর ক্যারিয়ার অথবা রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে আবেদন লিংকে ক্লিক করবেন।
তারপর অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীর সমস্ত তথ্য গুলো দিয়ে ফর্ম পূরণ করবেন এবং এরসাথে প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করবেন।
তারপর অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য জমা করে অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ভেরিফাই করে সাবমিট করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।
দেখুন আবেদন করার জন্য কত ফি লাগবে
SO ও PO পদে আবেদনের জন্য এসটি, এসসি ও পিডব্লিউডি কাট্যাগরির প্রার্থীদের কাছ থেকে ১৭৫/- টাকা এবং বাকি অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের কাছ থেকে ৮৫০/- টাকা আবেদন ফী হিসেবে চার্জ করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন শুরু ০১/০৮/২০২৪ তারিখে
আবেদন শেষ ২১/০৮/২০২৪ তারিখে।
সমস্ত পরীক্ষা হবে ০৯-১২/২০২৪ তারিখ পর্যন্ত।
পরীক্ষার ফলাফল ১২/২০২৪ তারিখ থেকে ০২/২০২৫ তারিখের মধ্যে।
ইন্টারভিউ হবে ০২-০৩/২০২৫ তারিখে।
চাকরির জন্য নির্বাচিত করা হবে ০৪/২০২৫।
SO পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি PO পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF Download PDF |
SO পদের আবেদন লিংক PO পদের আবেদন লিংক | Apply Now Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |