পরিতোষ সরকার; আপনার নিউজ:- গঙ্গা ভাঙ্গনের জেরে প্লাবনের আশঙ্কা ভূতনি চরের। তড়িঘড়ি ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করতে পৌঁছলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মালদার মানিকচক ব্লকের ভুতনির কালটনটোলা এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গার পাড়ে ব্যাপক ভাঙ্গন। এই ভাঙ্গনে প্রায় ১০০ মিটার নদী বাঁধ তলিয়ে গেছে। নদীর জলস্তর ও স্থলভাগ কানাই কানাই পূর্ণ হয়েছে। সামান্য জল বাড়লে প্লাবিত হবে গোটা ভূতনি। আর এই পরিস্থিতিতে শেষ দপ্তর তড়িঘড়ি আপৎকালীন পরিস্থিতিতে কাজ শুরু করেছে।
ভাঙ্গনের এমন পরিস্থিতি পরিদর্শন করতে শুক্রবার এলাকায় পৌঁছয় সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। সঙ্গে ছিলেন বিধায়িকা সাবিত্রী মিত্র, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর, মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী সহ সেচ দপ্তরের আধিকারিকরা। ভাঙ্গনের এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশাসনও। তড়িঘড়ি রিং বাঁধ তৈরি করার নির্দেশ দেন সদর মহকুমা শাসক। এলাকার মানুষ রিং বাঁধ তৈরি করতে যাতে সহযোগিতা করে তার জন্য হাত জোড় করে মানুষের কাছে আবেদন করলেন বিধায়িকা সাবিত্রী মিত্র। যেকোনো পরিস্থিতিতে দ্রুততার সাথে কাজ করা হবে বলে জানাচ্ছে প্রশাসন। তবে প্লাবিত হলে যথারীতি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ব্রিং বার তৈরি করতে মানুষের জমি নিতে যাতে কোনরকম বাধা না আসে তার জন্য সকলের সহযোগিতার আবেদন জানালেন মহকুমা শাসক। পাশাপাশি মানুষের যে ধরনের ক্ষতি হবে তার জন্য সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সব মিলিয়ে ভাঙ্গনের এমন পরিস্থিতিতে মানুষ যখন আতঙ্কিত,তখন প্রশাসন জোর কদমে মানুষকে রক্ষা করতে ভাঙ্গন রোধ করতে এবং প্লাবনের হাত থেকে মানুষকে বাঁচাতে কাজ শুরু করেছে।