ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে,কেউ স্ত্রীর গয়না বন্ধক দিয়ে মাখনা চাষ করেছে,দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা, ন্যায্য দামের দাবিতে বিক্ষোভ কৃষকদের।
মালদা;তনুজ জৈন;১৩আগস্ট : হটাৎ করে মাখনার দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন হাজার হাজার মাখনা চাষি ও ফড়ে।মাখনার ন্যায্য দাম না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক ও ফড়েরা।মাখনা ব্যবসায়ীরা নিজেদের মুনাফার স্বার্থে দাম কমিয়ে চাষিদের ক্ষতির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ। মাখনার ন্যায্য দাম পাওয়ার দাবিতে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার মাখনা চাষি ও ফড়েরা সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ সমাবেশ করেন।
কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে,হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লক এলাকায় প্রায় ছয় হাজার একরের বেশি জমিতে এবার মাখনা চাষ হয়েছে।কেউ লিজে জমি নিয়ে ৫০ বিঘা,কেউ ১০০ বিঘা, কেউ আবার ১৫০ বিঘা মাখনা চাষ করেছে।মাখনা তোলার শুরুর দিকে কুইন্টাল প্রতি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পেয়ে চাষি ও ফড়েদের মুখে হাসি ফুটলেও কয়েকদিনের মধ্যে দাম কমে যায়।১ আগস্ট থেকে হটাৎ করে মাখনার দাম কমতে শুরু করে।একধাক্কায় ৩৫ হাজার থেকে কমে ২০ হাজার হয়ে যায়।এরপর দাম কমতে কমতে এখন ১৫-১৬ হাজার টাকায় ঠেকেছে।মাখনা চাষিরা কেউ ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে মাখনা চাষ করেছে,কেউ আবার স্ত্রীর গয়না বন্ধক রেখে মাখনা চাষ করেছে।মাখনা বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ছিল। এখন দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ন্যায্য দাম না পেলে আত্মহত্যা ছাড়া কোন উপায় নেই বলে জানান কৃষকরা।