Type Here to Get Search Results !

BanVsPak Test: প্রথমে 'শুন্যে' দ্বিতীয় ইনিংসে ২২ করে কুপোকাত পাক-কিং ক্রিকেটার বাবর আজম! জয়ের পথে বাংলাদেশ



আপনার নিউজ ডেক্স:- পাকিস্তানের চলছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ডাক মারেন বাবার। আজ চলছে পঞ্চম দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করেতে নেমে পঞ্চম দিনে প্রথমে জীবন দান পান পাকিস্তানি এই ব্যাটসম্যান। উইকেটের পেছনে লিটন দাস তার সহজ ক্যাচ মিস করে। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন বাবর। বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম তুলে নেন তাঁর উইকেট। দেশের মাটিতে টেস্ট (Test) ম্যাচে প্রথম বার শূন্যে আউট হন বাবর। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্যেই ফিরতে হত বাবরকে। কিন্তু লিটন দাস তাঁর ক্যাচ মিস করেন। ফলে অল্পের জন্য রক্ষা পান বাবর। তবে দ্বিতীয় ইনিংসে সেই অর্থে ছাপ ফেলতে পারেনি তিনি। ৫০ বলে ২২ রান করে মাঠ ছাড়েন বাবর।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান তুলে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনটা শেষ করেছে পাকিস্তান। বাংলাদেশকে আবারও ব্যাট করাতে ৯৪ রান দরকা দলটির। শরীফুল ইসলামের বলে ওপেনার সাইম আইয়ুবকে হারানো দলটিকে এরপর দিন পাড় করেছেন আবদুল্লাহ শফিক (১২*) ও অধিনায়ক শান মাসুদ (৯*)। এর আগে মুশফিকুর রহিমের ১৯১ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫৬৫ রান তোলে বাংলাদেশ। ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।


পঞ্চম দিনে ব্যাট করতে নেমে পাকিস্তান ধরাশায়ী। ইনিংসের শুরু থেকেই বাবর ছিলেন নড়বড়ে। একবার জীবন পেয়েও স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফিরেছেন। ঘণ্টায় ১৪৬.৪ কিলোমিটার গতির বলে ‘অলস’ ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন বাবর। ২২ রান করেছেন বাবর। পরের ওভারেই সাকিবের বলে স্টাম্পড হয়েছেন প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদি শাকিল। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে ফিরেছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩০ রানে ৮ উইকেট হারিয়েছে পাকিস্তান।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side