বাংলাদেশ; আপনার নিউজ:- বাংলাদেশে পঠ পরিবর্তনের পর থেকে অশান্তি লেগেই আছে। কিছুতেই শান্ত হচ্ছে না দেশটি। বিভিন্ন প্রান্তে ক্রমাগত দুষ্কৃতীরা হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতি হচ্ছে জাতীয় সম্পদ। দেশটির গণমাধ্যমের খবর অনুসারে, চট্টগ্রাম নগরের কোতোয়ালি আটটি থানা ভবন ও আটটি পুলিশ ফাঁড়ির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ২১ কোটি টাকা। আগুনে ভস্মীভূত সাঁজোয়া যানের পাশে পুড়ে সাদা হয়ে যাওয়া চারটি পিকআপ পড়ে রয়েছে। আরেকটু দূরে ছয়টি কার ও মাইক্রোবাস এবং চারটি মোটরসাইকেলেরও একই অবস্থা।
বিভিন্ন থানা থেকে প্রায় ৫০০ অস্ত্র ও ১২ হাজারের বেশি গুলি লুট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, পিস্তল ও রাইফেল। আগুনে থানায় থাকা কাগজপত্র পুড়ে যাওয়ায় সঠিক পরিসংখ্যান জানতে পারেনি পুলিশ। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে ৩৫টি অস্ত্র ও ২৭৫টি গুলি উদ্ধার করেছে র্যাব গতকাল। বাকি অস্ত্রগুলো উদ্ধার না হওয়ায় অপরাধীরা ছিনতাই, খুনসহ বিভিন্ন কাজে ব্যবহারের শঙ্কা রয়েছে।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন লোকজন। এর মধ্যে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে নগরের আটটি থানা ধবংসস্তূপে পরিণত হয়। পতেঙ্গা ও ইপিজেড থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে পাশের ফাঁড়িতে এসব থানার কার্যক্রম চলছে।