আপনার নিউজ ডেক্স:- কিছু দিন আগে সিনেমার সেটেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন উর্বশী রাউতেলা। হায়দরাবাদে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শোনা যায়, হাড় ভেঙেছে অভিনেত্রীর। এর মাঝেই উর্বশীর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (আপনার নিউজ সেই ভি়ডিয়োর সত্যতা যাচাই করেনি)। এই ভিডিয়োটি ঠিক কী ভাবে ছড়িয়ে পড়ল, নেটপাড়ায় তা এখন নিয়ে জল্পনা তুঙ্গে।
![]() |
Ad আমার সাথে দেখা করবে? |
উর্বশীর ২৩ সেকেন্ডের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে স্নানঘরে ঢুকলেন উর্বশী। পরনে তাঁর সালোয়ার কামিজ। স্নানঘরের দরজা বন্ধ করেই পোশাক বদলাতে শুরু করেন তিনি। সেখানেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো। কিন্তু এমন এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো কী ভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে সন্দিহান অনেকেই। অনেকে বলছে এটি এ আই দ্বারা নির্মিত ভিডিও। আবার কারো মত এটি ডিপফেক। আবার এক সংখ্যক নেটিজনেরা বলছেন, পুরোটাই নাকি আসন্ন ছবির প্রচারের জন্য করা। কিন্তু কোনটা সত্যি, সে প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি উর্বশী।