Sreelekha Mitra Husband: দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রীলেখা, পছন্দের মানুষটি কি কে জানেন?
জুলাই ১৬, ২০২৪
0
আপনার নিউজ ডেক্স:- ব্যক্তিজীবন নিয়ে বরাবরই অকপট টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কোনো কিছু বিষয় নিয়ে রাখঢাক রাখেন না এই অভিনেত্রী। নিজের চিন্তাভাবনা সরাসরি বলে দিতে পারেন দ্বিতীয়বার না ভেবেই। আর এইবার নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রীলেখা স্পষ্ট করেই জানিয়ে দিলেন, তিনি আর বিয়ে করতে চান না। অভিনেত্রীর জানান, ‘না, আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছি না। এখনও দূর পর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে হ্যাঁ, এই তো সে যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।’ এর পাশাপাশি অভিনেত্রী আরো জানান, ‘টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি,পাশে শুয়ে কেউ নাক ডাকছে এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।’
অন্যদিকে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও প্রাক্তন শ্বশুরবাড়িতে যাতায়াত আছে এই অভিনেত্রী। স্বামীর সঙ্গে এখনও সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি।
Tags