মালদা:- রহস্য জনক ভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার।সোমবার দুপুরে মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মিনাল কান্তি বাসু বয়স (৪০) বাড়ি বনগাঁ এলাকায় । আরো জানা গেছে বিগত সাত বছর ধরেই ওই গোডাউনের আইসক্রিমের গাড়ির চালক ছিলেন।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছাই মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানার পুলিশকর্তারা।
ওই আইসক্রিম গোডাউন এর মালিক জয়ন্ত পাল চৌধুরী বলেন প্রতিদিনের মতো সেই ব্যক্তি গতকাল গোডাউনে ছিলেন। আজ সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ সকালে খোঁজ করতে থাকেন সেই ব্যক্তিকে। দীর্ঘক্ষণ খোঁজ করা সত্ত্বেও তাকে না মেলায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতেই মৃতদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি।ঘটনা জানাজানি হতেই জড়ো হতে থাকেন এলাকাবাসীরা। অন্যদিকে তার মৃত্যু নিয়ে এক এলাকায় রহস্যের দানা বেঁধেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।