‘বিশেষ মর্যাদার প্যাকেজ’ পাচ্ছে না বিহার, জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Apnar Newsজুলাই ২২, ২০২৪
0
সুশোভন সিংহ ; আপনার নিউজ :- ২০২৪ এ মোদির প্রধানমন্ত্রী হওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছিল নীতিশের জেডিইউ। এই সময় প্রধানমন্ত্রীর কাছে বিহার কে বিশেষ মর্যাদার প্যাকেজ দেওয়ার দাবি জানান বিহারের মুখ্যমন্ত্রী। তবে জেডিইউ-এর দাবি সত্ত্বেও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিচ্ছে না কেন্দ্র। অর্থ মন্ত্রকের তরফে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি জেডিইউ সাংসদকে লিখিত জবাব দিয়ে জানিয়েছেন, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে না।
তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার আগেই নির্মলা সীতারামনের মন্ত্রকের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। শাসক জোট এনডিএ-র শরিক জেডিইউ-এর দাবি পূরণ করতে পারছে না বিজেপি। আর এই বিষয় নিয়ে মোদি এবং নীতিশকে কটাক্ষ করেছেন লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। আরজেডির মুখপাত্র পক্ষ থেকে সামাজিক মাধ্যমে লিখা হয় , “নীতীশ কুমার এবং জেডিইউ নেতারা ক্ষমতার ফল ভোগ করছেন আর বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে নাটুকে রাজনীতি করছেন।”
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Top Post Ad
Below Post Ad
Top Side
আমাদের সম্পর্কে
আপনার নিউজ একটি ডেইলি নিউজ পোর্টাল। আমরা সবসময় সঠিক খবর জনগনের কাছে পৌঁছে দিতে প্রস্তুত
সম্পাদকঃ- শ্রীযুক্ত সুশোভন সিংহ
ঠিকানাঃ- বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর
পশ্চিমবঙ্গ - ৭৩৩১২১
ই-মেইল - apnarnewsdigital@gmail.com