দিলদার আলী ;কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আদিবাসী সেঙ্গেল অভিযান পক্ষ থেকে কুশমন্ডি ব্লকের বিডিও শ্রীমতি দর্শনা সুব্বা এবং কুশমন্ডি থানায় আইসি তরুণ সাহার নিকট ডেপুটিশন প্রদান করলেন আদিবাসী সেঙ্গেল অভিযান পক্ষ থেকে। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিমল মারডি জেলা সভাপতি প্রদীপ মরমু কুশমন্ডি ব্লক সভাপতি বালু মুর্মু হরিরামপুর ব্লক সভাপতি তাতি টুডু গঙ্গারামপুর ব্লক সভাপতি সহ অন্যান্যরা।
উল্লেখ্য আজ আদিবাসী সেঙ্গেল অভিযান মুলত দাবী ছিল সমস্ত আদিবাসী গ্ৰাম সমাজে সংবিধান আর গনতন্ত্র অবিলম্বে লাগু করতে হবে আদিবাসী স্ব শাসন ব্যাবস্থা নামে চালু বংশগত মাঝি পরগনা সংবিধান আইন মানে না। রাজতন্ত্র শাসন শোষন চালাচ্ছেন। আদিবাসী গ্ৰাম সামাজে গোলমী জীবন যাপন বাধ্য হচ্ছেন তাই কুশমন্ডি ব্লকে ও কুশমন্ডি থানায় ডেপুটিশন প্রদান করলেন। এদিন কুশমন্ডি থানার বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন করা ছিল । সমস্ত বিষয়ের খ্যাতিয়ে দেখার আশ্বাস দিলেন কুশমন্ডি ব্লকের বিডিও শ্রীমতি দর্শনা সুব্বা।