Type Here to Get Search Results !

রাজ্যপাল দেননি জবাব, মঙ্গলে বিধানসভায় শপথ নবনির্বাচিত চার বিধায়কের



সুশোভন সিংহ; কলকাতা:- দীর্ঘদিন ধরে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে। প্রায়শই গণমাধ্যমে একপক্ষ অপরপক্ষের প্রতি নিশানা দাগেন। রাজ্যে সত্য সমাপ্ত উপ নির্বাচনে জয়ী চার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। বিধায়কদের শপথগ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু বিধানসভার চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি পাঠিয়েছে, তাতে এই নিয়ে কোনও কথা বলা হয়নি। এর আগে লোকসভা ভোটের সাথে রাজ্যে ২ কেন্দ্রের বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণের ক্ষেত্রেও সৃষ্টি হয়েছিল জটিলতা। তবে এবার অনেকটা সাবধান রাজ্য সরকার। রাজ্যের সদ্য নির্বাচিত চার বিধায়ক শপথ নেবেন মঙ্গলবার। জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, সোমবারও রাজভবন থেকে শপথগ্রহণ নিয়ে কোনও ইতিবাচক জবাব মেলেনি। সে কারণে, বিধানসভার রীতি মেনে মঙ্গলবার শপথ নেবেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর।

বাংলার দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথগ্রহণ নিয়েও জট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল রাজনৈতিক মহলের। এই আবহে সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথমে দিনেই স্পিকার জানালেন, মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করবেন চার বিধায়ক। কারণ, রাজভবন থেকে কোনও ইতিবাচক জবাব মেলেনি।

ঘটনা উল্লেখ্য,উপ নির্বাচনে জয়ী বিধায়কদের শপথগ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু বিধানসভার চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি বিধানসভার সচিবালয়কে পাঠিয়েছে, তাতে শপথগ্রহণ সংক্রান্ত কোনও দায়দায়িত্বের কথা বলা হয়নি। বদলে, দু’টি প্রশ্নের জবাব জানতে চেয়েছে রাজভবন। এমত অবস্থায় ভবিষ্যতে যেন কোনরকম জটিলতা সৃষ্টি না হয় সেই কারণে সোমবার স্পিকার জানিয়ে দিলেন, মঙ্গলবার শপথ নেবেন চার বিধায়ক।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side