মালদা:- গত ১০ দিনে মালদা জেলা জুড়ে স্কুল ছাত্রী এবং মহিলাকে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল এলাকা। এবার বাড়ি থেকে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই পড়শি যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে এই ভয়ানক ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন ওই ‘নির্যাতিতা’। মহিলার অভিযোগে ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
সংসার চালাতে স্বামী ভিন রাজ্যে কাজ করেন। তিন সন্তান নিয়ে বাড়িতে থাকেন ওই মহিলা। মহিলার অভিযোগ সোমবার রাতে তাকে ফোন করে বলা হয়, তার পালিত গবাদি পশু বাইরে ঘুরছে। তা শুনে বাইরে বেরোতেই তাঁর মুখে কাপড় গুঁজে লাগোয়া পাটখেতের মধ্যে পরিত্যক্ত ঘরে তুলে নিয়ে যাওয়া হয়। চিৎকার করলে, ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। কয়েক ঘণ্টা বাদে বাড়ি ফেরেন মহিলা। এ দিন প্রতিবেশী এক মহিলাকে ঘটনার কথা জানান তিনি। পরে ওই পড়শি মহিলার সঙ্গে সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
ধৃত দুই যুবকের এক জন মাটি কাটার যন্ত্র-গাড়ির চালক। অন্য জন তার সহকারী। এ দিন দু’জনেই মাটি কাটার কাজে গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাদের ধরে। ধৃত এক যুবকের বাবার দাবি, ‘‘ছেলে এমন কাজ করতে পারে বলে মনে হয় না। তেমন করলে, ওরা পালিয়ে যেতে পারত। তা না করে কাজে গিয়েছিল।’’ তিনি বলেন, ‘‘পুলিশ যাতে যথাযথ তদন্ত করে, সে আবেদন করছি। অন্যায় করলে শাস্তি পেতে হবে।’’ এই বিষয়ে জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে।’’