Type Here to Get Search Results !

ভারতীয় ভূ-খণ্ডে ব্রিজ বানিয়ে ফেলেছে চিন, দেশের নিরাপত্তায় হুমকি!

 


আপনার নিউজ ব্যুরো:- দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তায় চীন আবার হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এবার ভারতের ভূখন্ডে ব্রিজ বানিয়ে ফেলেছে চীন। সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, লাদাখের প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ জুড়তে ৫০০ মিটার দীর্ঘ কংক্রিটের ব্রিজ বানানো হয়েছে চীনের পক্ষ থেকে। এমনকি ওই ব্রীজ দিয়ে চলাচল করছে যানবাহন। চীন ক্রমাগত লাদাখের বিভিন্ন অংশে নিজেদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে। এই ঘটনার পরে আবার দেশে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন? 


দীর্ঘ চার বছর ধরে লাদাখের এই অংশেই ভারত এবং চিনা সেনাদের মধ্যে বারংবার সমস্যা সৃষ্টি হয়েছে। ২০২০ সালের জুন মাসে প্যাংগং হ্রদের কাছে গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সেনার সংঘর্ষ হয়েছিল। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। এবার সেই অংশে দীর্ঘ কংক্রিটের ব্রিজ বানিয়ে ফেলেছে চিন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফেই এই চিত্র প্রকাশ করা হয়েছে। তবে প্রশ্নটা অন্য জায়গায় মোদি সরকার দেশের নিরাপত্তা নিয়ে দেশের সাধারণ মানুষকে আশ্বাস দিলেও বাস্তবে সঙ্গে তার যে মিল নেই তার প্রমাণ চীনের এই ব্রিজ। 


দেশে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ব্রিজ তৈরি করে চিন আদতে লাদাখকে আরও কবজা করতে চায়। নতুন সেতুর মাধ্যমে খুব তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম আনা সম্ভব, ভারতের তরফে কোনও বিপদ বুঝলে দ্রুত ব্যাকআপ টিম ডাকাও সহজ হয়ে গেছে তাদের পক্ষে। স্বাভাবিকভাবেই এই নতুন ব্রিজ ভারতের চিন্তা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। যদিও এই ব্রিজ নিয়ে চীনের সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side