আপনার নিউজ ডেক্স:- প্রায় একমাস যাবত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের নানান ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। অপরাধ যেন এখন ইসলামপুরের দৈনন্দিন ঘটনা। ইসলামপুর থানার একাধিক গ্রামে রমরমিয়ে চলছে অনলাইন জুয়া এবং অবৈধ মদের কারবার। মাটিকুন্ডা-১ ও ২ এর বিভিন্ন গ্রাম গুলোতে অনলাইন জুয়া এবং মদে সর্বশ্রান্ত হয়ে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা এমনটাই অভিযোগ স্থানীয়দের। যদিও স্থানীয়দের একাংশের মতে এই অবৈধ কারবারের পেছনে রাজ্যে শাসকদলের মদত আছে। যদিও এ বিষয়টি সম্পূর্ণভাবে খণ্ডন করেছেন তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন।
স্থানীয় সূত্রে খবর,মাটিকুন্ডা-২’এর নিলাজি হাট ও বাঁশবাড়িতে এর প্রভাব অনেকটাই বেশি। এর জেরে সর্বশ্রান্ত হচ্ছে এলাকার মানুষজন। এই বিষয় ইসলামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রবিলাল সিংহ সংবাদ মাধ্যমকে জানান, ‘মদের অবৈধ কারবার নিয়ে আমরা উদ্বিগ্ন। পুলিশ একাধিকবার অভিযান চালালেও কোনও কাজ হয়নি। এর কারণ আমরাও বুঝতে পারছি না।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর পেছনে শাসক দলে হাত রয়েছে। তবে তৃণমূল ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন জানিয়েছেন, বিষয়টি তাঁরা ইতিমধ্যে পুলিশকে জানিয়েছেন। দলের কেউ যুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।