আপনার নিউজ ডেক্স :- তৃতীয়বারের মতো ইতিহাস রচনা করে দেশের প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদি। তবে গত দুইবারের থেকে এবারের সমীকরণটা একটু আলাদা। এবার সংসদে যথেষ্ট শক্তিশালী বিরোধীরা। আজ প্রিন্স হতে চলেছে তৃতীয় মোদি সরকারের বাজেট পরিবেশন। গত ১০ বছরে যে ছবি দেখা যায়নি, নতুন লোকসভার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে, আজ সর্বদলীয় বৈঠকে তা দেখা গেল। সংখ্যায় আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী বিরোধী শিবির নিজেদের দাবিতে সরগরম করে রাখল বৈঠক। আসন্ন অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার দাবিতে সরব হলেন ‘ইন্ডিয়া’ মঞ্চের বিভিন্ন শরিক দলের নেতারা।
শুরুর আগেই এরকম পরিস্থিতি হলে সংসদে অধিবেশন চলাকালীন কি হতে পারে তার আন্দাজ এখান থেকে পাওয়া যাচ্ছে। কানোয়ার যাত্রার নেমপ্লেট, নিট বিতর্ক, শরিকশাসিত রাজ্যগুলোর বিশেষ মর্যাদার দাবি- বাজেট অধিবেশন শুরুর আগে বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে একাধিক ইস্যু। বিরোধীদের পাশাপাশি শরিকদের দাবি সামলাতেও চাপে পড়তে পারে মোদি সরকার। নতুন সংসদ ভবনে এই প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।