সুশোভন সিংহ ; আপনার নিউজ :- তৃতীয় মোদি সরকারের বাজেট শুরুর প্রাক্কালে এক নির্দেশিকা উত্তাল হয়ে উঠেছে দেশ। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে দিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে আর এস এস করতে পারবেন সরকারি কর্মচারীরা। নির্দেশিকায় বলা হয়েছে কোন সরকারি কর্মচারী যদি সবার ইচ্ছায় আরএসএস যুক্ত হতে চান তবে তাকে আর কোন আইনি জটিলতার সম্মুখীন হতে হবে না। এই নির্দেশিকার পরেই সূর্য এসে বিরোধীরা। ইতিপূর্বেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে বারবার অভিযোগ করেছেন বিজেপির সাথে রাজনৈতিক গোপন আঁতাত রয়েছে আরএসএসের। বিজেপি কৌশলে বিভিন্ন সাংবিধানিক উচ্চপদে আর এস এস এর লোকদের বসিয়েছেন।
প্রসঙ্গত, আাগামী বছর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শতবর্ষ। সেই কারণেই সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল বলে মনে করা হচ্ছে। যদিও নিষেধাজ্ঞা খাতায় কলমেই সীমাবদ্ধ ছিল। ১৯৬৬ সালে আরএসএসের বিরুদ্ধে কিছু আপত্তিজনক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে কংগ্রেসের নেতা জয়রাম রমেশের কথায় গান্ধী হত্যার পর স্বরাষ্ট্র মন্ত্রী বল্লভভাই প্যাটেল আরএসএসের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু ইন্দিরা গান্ধীর জারি করা নিষেধাজ্ঞা অটল বিহারী বাজপেয়ীর সরকারও বাতিল করেনি। নিশ্চয়ই এর পিছনে কোনও কারণ ছিল। বলাই বাহুল্য বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তের প্রসংশা করেছেন।