আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই মন্ত্রে সন্তুষ্ট করুন মহাদেবকে
জুলাই ২২, ২০২৪
0
আপনার নিউজ ডেক্স:- যার নামে আছে ভোলা তিনি অল্পতেই খুশি। দেবাদিদেব মহাদেব ভক্তদের মানুষ কামনা পূরণ করেন খুব সহজেই। কথিত আছে, ভক্তিভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সব অশান্তি দূর হয়, আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয়, রোগমুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয়।ফলে সংসারে সমৃদ্ধি আসে। আজ, ২২ জুলাই শ্রাবণ মাস শুরু হচ্ছে। যাঁরা শিবের ব্রত পালন করবেন তাঁদের আজ থেকেই সব নিয়ম মেনে নিষ্ঠা ভরে শিবের উপাসনা শুরু করতে হবে।
মহাদেব খুব অল্পে তুষ্ট হন। তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। টাটকা বেলপাতা, আকন্দফুলের মালা, ধুতরো ফুল, কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে খুব খুশি হন দেবতা। এছাড়া গাঁদাফুল ও যে কোনও সাদা সুগন্ধী ফুল মহাদেব পছন্দ করেন। নৈবেদ্যে ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিবঠাকুর খুশি। মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমান্ন ভোগ দেওয়া হয়। তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদনে, ভক্তিতে।
দেখেননি শ্রাবণমাসে কিভাবে করবেন শিবের আরাধনা
শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে।
যাঁরা উপবাস করতে পারেন না তাঁরা সোমবার নিরমিষ খাবেন। অনেকে পুরো শ্রাবণমাস নিরমিষ খেয়ে ব্রত পালন করেন।
বেলপাতা শিবের অতি প্রিয়। ২১টি বেলপাতায় শ্বেতচন্দন দিয়ে 'ওঁ নমঃ শিবায়' লিখে অর্পণ করতে হবে।
দুধ, গঙ্গাজল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। যে পাত্রে দুধ-গঙ্গাজল নেবেন সেটি তামার না হলেই ভাল। অন্য যে কোনও ধাতুর বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন।
ভক্তি ভরে শিবের স্তোত্র পাঠ করুন।
'ওঁ নমঃ শিবায়' মন্ত্র যতবার পারবেন জপ করবেন।
স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতার কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন।
কোনও কাজ আটকে আছে, কিছুতেই ফললাভ হচ্ছে না-- এমন সমস্যায় পড়লে শ্রাবণ মাসে প্রতিদিন শিবের কাছে একটি করে আস্ত ফল নিবেদন করুন। ভোলেবাবার কাছে সমস্যার কথা জানান। সমাধান হবেই, এমনই বিশ্বাস ভক্তদের।
Tags