সুশোভন সিংহ ; আপনার নিউজ:- বেশ কিছুদিন যাবত সরকারি চাকরিতে কোটার সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। দেশটি সংবাদ মাধ্যম অনুসারে ইতিমধ্যেই এই আন্দোলনের বলি হয়েছেন শতাধিক। এবার বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে হাসিনা সরকারকে সতর্ক করলো রাষ্ট্রপুঞ্জ। বার্তা দেওয়া হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকেও। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক শুক্রবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন, ছাত্রদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলাকে ‘বিস্ময়কর’ বলেও উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশ নিয়ে এই প্রথম রাষ্ট্রপুঞ্জের কেউ মন্তব্য করলেন বলে খবর।
বাংলাদেশের এই আন্দোলনের পুরোভাগে রয়েছেন সে দেশের ছাত্রছাত্রীরাই। গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের ঝাঁজ বাড়ে গত সোমবার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্রবিক্ষোভ। পুলিশের গুলিতে ছ’জন ছাত্রের মৃত্যুও হয় ব্লে খবর। এর পরেই থেকেই বাংলাদেশের নানা প্রান্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। দেশটিতে ছাত্রছাত্রী পাশাপাশি পথে নামেন অগুনতি মানুষ। চাকরি থেকে জনজাতিদের জন্য সংরক্ষণ বাদ দিয়ে বাকি সমস্ত কোটা তুলে দেওয়ার দাবি জোরালো হয় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে। এই আন্দোলনে প্রায় প্রতি দিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। থমথমে পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে। সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫। এই পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের কর্তা।
বাংলাদেশের ছাত্র আন্দোলন বিষয় নিয়ে শুক্রবার রাষ্ট্রপুঞ্জের কর্তা ভলকার হাসিনা সরকারকেও বার্তা দিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সরকার সেনা নামানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা যথেষ্ট উদ্বেগের। সরকারের প্রতি তাঁর অনুরোধ, দেশের ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, শান্তিপূর্ণ ভাবে তাঁদের আন্দোলন করতে দেওয়া হোক এবং কোনও রকম হামলার আশঙ্কা ছাড়াই যাতে স্বাধীনতার অধিকার সুরক্ষিত হয়, তা নিশ্চিত করুক সরকার।