আপনার নিউজ ডেক্স:- বলিউডের (Bollywood) বেশ প্রভাবশালী অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে তার সংসার। ছেলেরা বলিউডে জায়গা করতে না পারলেও মেয়ে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) অবশ্য বলিউডের পথে বেশ খানিকটা এগিয়েছেন। যদিও তিনি বাবার সমকক্ষ নন তবে মেয়ে নিজের প্রতিভায় যতটুকু পেয়েছে তাতেই গর্ববোধ করেন বাবা। ইতিমধ্যেই পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছেন সোনাক্ষী। আর এতেই খেপেছেন শত্রুঘ্ন সিনহা।
সালমান খানের বিপরীতে অভিনয় জীবন শুরু করেছেন সোনাক্ষী সিনহা। তার চোখের জাদুতে মজেছে গোটা বলিউড। সালমান খান থেকে শুরু করে শাহিদ কাপুর, সেইফ আলি খানদের মতো একাধিক তারকার সঙ্গে তিনি অভিনয় করেছেন। তুলনায় কম ছবিতে অভিনয় করলেও বলিউডে তিনি বাবার মান রেখেছেন। ইনস্টাগ্রামে এই মুহূর্তে ২৫ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তার। বলিউড তারকা হিসেবে তার জনপ্রিয়তা কম নয়।
মা-বাবার অতি প্রিয় সন্তান সোনাক্ষী। তবে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত রাখার কথা চার বছর আগেই ঘোষণা করে দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। এই মুহূর্তে শত্রুঘ্নের কাছে ১৯৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। যার মধ্যে থেকে এক কানাকড়িও পাবেন না সোনাক্ষী। সবটাই তার দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। তবে এর সাথে সোনাক্ষীর বিয়ের কোন সম্পর্ক নেই।
এই প্রসঙ্গে শত্রুঘ্নের দাবি, তার মেয়ে নিজের গুনে যা কিছু অর্জন করেছে তাতে তার বেশ চলে যাবে। সোনাক্ষী নিজের চেষ্টাতেই সব পেয়েছেন। তিনি তার বাবার সম্পত্তির উপর নির্ভরশীল নন। তাই শত্রুঘ্ন মেয়েকে বঞ্চিত করে দুই ছেলেকেই সম্পত্তির দাবিদার করতে চেয়েছেন। তার মৃত্যুর পর ছেলেরাই হবে সম্পত্তির দাবিদার। সোনাক্ষী পাবেন না কিছুই।