Type Here to Get Search Results !

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার পেছনে রয়েছে পাক এসএসজি কমান্ডোদের মদত

 


আপনার নিউজ ডেক্স :- চলতি বছরের জুন জুলাই মাস জুড়ে জম্মু-কাশ্মীর সীমান্তবর্তী এলাকাগুলোতে একের পর এক জঙ্গি হামলার খবরে উত্তাল হয়েছিল দেশ। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই রিপোর্ট জানাচ্ছে, পাকিস্তানের এলিট কমান্ডো বাহিনী ‘স্পেশ্যাল সার্ভিস গ্রুপ’ (এসএসজি)-এর প্রাক্তন অফিসারেরাই জঙ্গিদের দূর পাল্লার এম৪ কার্বাইনের মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন। শেখাচ্ছেন, সেনার উপর চিনা ‘স্টিল কোর’ বুলেট ব্যবহার করে গেরিলা হানার কৌশল।


আরও পড়ুন :- ছাত্র আন্দোলন নিয়ে হাসিনা সরকারকে সতর্ক করলো রাষ্ট্রপুঞ্জ


গোয়েন্দার রিপোর্ট অনুসারে, জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র বেশিরভাগ ২০২১ সালে আফগানিস্তানে ফেলে যাওয়া আমেরিকার সেনার অস্ত্র। চলতি জুলাই মাসে জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় নিহত জঙ্গিদের কাছ থেকে পাওয়া গিয়েছিল আমেরিকায় তৈরি এম৪ কার্বাইন। নিরাপত্তাবাহিনীর বক্তব্য, আফগানিস্তানে নেটো ও আমেরিকার ফেলে যাওয়া অস্ত্রই হাত ঘুরে পৌঁছে যাচ্ছে কাশ্মীরের জঙ্গিদের হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি গত বছর জানিয়েছিল, পুঞ্চ হামলায় ব্যবহৃত অস্ত্র এবং রসদের জোগান দিয়েছিল পাক সেনা। 


২০২১ সালের আফগানিস্তানে গৃহযুদ্ধের সময় তালিবানের হয়ে সাধারণ পোশাকে লড়াই করতে এসএসজি কমান্ডোদের কয়েকটি ইউনিটকে পাঠানো হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে। তারাই ওই অস্ত্র নিয়ে আসে বলে গোয়েন্দাদের অনুমান। পরবর্তী সময়ে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, কাশ্মীর টাইগার্সের মতো জঙ্গিগোষ্ঠীগুলিকে তার একাংশ দেওয়া হয়। স্বাধীনতার পরবর্তী সময় থেকেই পাকিস্তান দেশের অর্থনৈতিক উন্নতি থেকে জঙ্গিদের আশ্রয় দিতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেছে। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side