ফের সাফল্য পুলিশের, ভেসতে গেলো ডাকাতির ছক, গভীর রাতে বাংলা-বিহার সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার দুষ্কৃতী, তৃণমূল অক্সিজেন দিচ্ছে দুষ্কৃতীদের অভিযোগ বিজেপির, বিহার থেকে অস্ত্র নিয়ে এসে দুষ্কৃতীদের মদত দিচ্ছে বিজেপি পাল্টা তৃণমূল, শুরু তরজা
মালদা;তনুজ জৈন;১৬জুলাই: ফের সাফল্য পুলিশের। উৎসবের মরশুমে বানচাল ডাকাতির ছক।গভীর রাতে বাংলা বিহার সীমান্তে নাকা পোস্ট থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার চার দুষ্কৃতী। এই ঘটনা সামনে আসতে লেগেছে রাজনীতির রং।বিজেপির অভিযোগ তৃনমূলের আমলে অক্সিজেন পাচ্ছে দুষ্কৃতীরা। পাল্টা তৃণমূলের দাবি বিহার থেকে অস্ত্র সরবরাহ করছে বিজেপি।ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে ভালুকা বাঁধ রোড এলাকায় সোমবার গভীর রাতে নাকা চেক পয়েন্টে পুলিশি টহল চলাকালীন মানিকচকের দিক থেকে আগত দুটি মোটর বাইক কে আটক করে সাব ইন্সপেক্টর জাকির হোসেন।দুই বাইকে ছিলেন চার জন যুবক।তল্লাশী করতেই একটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ উদ্ধার হয়।ধৃতদের আটক করে পুলিশ।ধৃতদের নাম মহম্মদ আলী (২৫), আজিজুর রহমান (২০), সাকিব হোসেন (২৫), শেখ এজাবুল (২০)।প্রত্যেকেরই বাড়ি মানিকচকের জালালপুর এলাকায়।প্রাথমিক জেরায় জানা গেছে তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল এই এলাকায়।ধৃতদের মঙ্গলবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির দাবি তৃণমূলের মদত রয়েছে দুষ্কৃতীদের পেছনে।তৃণমূলের আশ্রয়ে এলাকায় এলাকায় বোম, বন্দুক ঢুকছে। পাল্টা তৃণমূলের দাবি বিহার থেকে অস্ত্র নিয়ে এসে দুষ্কৃতীদের মদত দিচ্ছে বিজেপি।
পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।