Type Here to Get Search Results !

Subhashree Ganguly: বর্ধমানের সরল মেয়ে থেকে টলিউডের জনপ্রিয় নায়িকা হতে কঠিন মূল্য চোকাতে হয়েছিল অভিনেত্রীকে




আপনার নিউজ ডেক্স :- দেখতে দেখতে জীবনের ৩৪ টি বসন্ত পেরিয়ে এলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। চলতি বছরের ৩রা নভেম্বর, শুভশ্রীর জন্মদিন (Birthday)। জন্মদিনে স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর একমাত্র পুত্র ইউভানের (Yuvaan) সঙ্গেই বিশেষ মুহূর্ত কাটালেন শুভশ্রী। ৩১ বছরের মধ্যেই তিনি টলিউডের একজন প্রতিষ্ঠিত নায়িকা, রাজ-ঘরনী, ইউভানের মা! সবটাই সামলাচ্ছেন দক্ষতার সঙ্গে। তার এই স্পোর্টসওম্যান স্পিরিটই হয়তো তাকে টলিউডের ময়দানে টিকিয়ে রেখেছে। নতুবা এখানে জায়গা পাওয়া তার পক্ষে খুব একটা সহজ ছিল না।


আজ যে টলিউড শুভশ্রীর রূপে-গুণে মুগ্ধ, একসময় তাকে নায়িকা হিসেবে স্বীকৃতিই দিতে চায়নি সেই ইন্ডাস্ট্রি। প্রথম দিকে তিনি টলিউডের গার্ল নেক্সট ডোর হয়েই থেকে যাচ্ছিলেন। নায়িকা হিসেবে নয়, টলিউডে তার অভিষেক হয়েছিল নায়কের বোন হিসেবে। বর্ধমানের মেয়েটি যেদিন অভিনয় জগতে কেরিয়ার গড়ার কথা ভাবলো সেদিন তার পাশে শুধু মা এবং দিদি দেবশ্রী গাঙ্গুলীর সমর্থন ছাড়া আর কিছুই ছিল না।


মা ও দিদির সমর্থন, সঙ্গে চোখে একরাশ স্বপ্ন আর বুকে আশা নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন স্বপ্নের পথে। ২০০৬ সালে ‘ফেয়ারেভার আনন্দলোক নায়িকার খোঁজে’ জিতে নিয়েছিলেন তিনি। তবে তাতে অবশ্য শুভশ্রীর জন্য টলিউডের পথ খুলে যায়নি। টলিউড তখনও শুভশ্রীর থেকে শতহস্ত দূরেই ছিল। শুভশ্রী তার অভিনয় জীবন শুরু করেন ২০০৮ সালে, ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে।


টলিউডে দু’বছর চেষ্টা চালানোর পর শেষমেষ ওড়িয়া পরিচালক অশোক পতির প্রস্তাব আর ফেরাতে পারেননি তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ছিল, ‘মাতে লা লাভ হেলারে’। তেলেগু অ্যাকশন কমেডি ‘স্টুডেন্ট নং ওয়ান’ এর ওড়িয়া রিমেক ছিল এটি।


এদিকে টলিউডে প্রভাত রায় তখন ‘পিতৃভূমি’ ছবি বানাচ্ছিলেন। জিত-স্বস্তিকার জুটি নিয়ে বানানো এই ছবিতে শুভশ্রী হয়েছিলেন জিতের বোন। ছবিতে শুভশ্রীর অভিনয় নজর কেড়েছিল। তাইতো ২০০৮ সালেই সোহম চক্রবর্তীর বিপরীতে ‘বাজিমাত’ ছবিতে প্রথম নায়িকা হিসেবে কিস্তিমাত করে ফেলেন অভিনেত্রী। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি।


প্রথম ছবিতে অভিনয় করেই বাংলা ফিল্মের শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। জিতের বিপরীতেও নায়িকার ভূমিকায় একের পর এক ‘বস’, ‘গেম’, ‘অভিমান’ এর মত সুপারহিট ছবিতে অভিনয় করেন তিনি। টলিউড পরিচালক রাজ চক্রবর্তী পরিচালনাতে তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন। সেই সূত্রে তাদের আলাপ-পরিচয়, প্রেম এবং সবশেষে বিবাহ। আজ তারা টলিউডের সুখী দম্পতি। একদিকে সংসার-সন্তান, অন্যদিকে কেরিয়ার, দুইদিক সমান তালে সামলাচ্ছেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side