Type Here to Get Search Results !

জানেন স্ত্রীর গর্ভ থাকতেও ভাড়া করে কেন বাবা হয়েছিলেন শাহরুখ



আপনার নিউজ ডেক্স:- কিং খানের ছোট এবং তৃতীয় সন্তান আব্রাম খানকে (AbRam Khan) কে না চেনেন? সোশ্যাল মিডিয়ায় কাঁপানো ছোট্ট আব্রাম এখন অনেক বড়। কিন্তু একসময় এই আব্রামের জন্ম ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক,তোলপাড় হয়ে গিয়েছিল বি টাউন। একের পর এক ভুয়ো খবর এবং বিতর্ক ছড়িয়েছিল তার জন্মকেকে কেন্দ্র করে। তবে জন্মের কিছু মাসের মধ্যেই আব্রাম বুঝিয়ে দিয়েছিলেন, খান পরিবারের কতটা আদরের সে।


সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছিল তাদের তৃতীয় সন্তান। নেট দুনিয়া এবং তৎকালীন পত্র পত্রিকায় খবর ছড়িয়েছিল,আব্রামের জন্মে নাকি শাহরুখ (Shah Rukh Khan) এবং গৌরীর (Gouri Khan) সম্পর্ক ভাঙতে বসেছিল। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আসল ঘটনাটি ছিল একদম বিপরীত। তৃতীয় সন্তান চাইছিলেন এই দম্পতি, কিন্তু সেই সময় তৃতীয় সন্তান নেওয়াটা গৌরীর স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ন হওয়ায় সারোগেসির পথে হেঁটেছেন তারা।


প্রথমেই অবশ্য সারোগেসির কথা ভাবেননি খান দম্পতি,বরং সন্তান দত্তক নিতে চেয়েছিলেন তারা। সেই মতোই চলছিলো কথা। সেই সময়ে তাদের মাথায় সারোগেসির কথা আসে। একটি ক্লিনিক থেকে শাহরুখকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়। জানা যায়, বলিউডের খুব ঘনিষ্ঠ এক ক্লিনিকের সদস্যরা। সালমান খানের দাদা এবং তার স্ত্রীও এই ক্লিনিকের মাধ্যমেই সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছিলেন।


ক্লিনিকের তরফ থেকে তাদের আশ্বস্ত করা হয় যে,মায়ের পরিচয় এবং তথ্য গোপন রাখা হবে।অন্যদিকে সেই সময় গৌরী খান চল্লিশের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন।সবদিক বিবেচনা করার পরেই সেই প্রস্তাবে রাজি হন তারা। জন্মের সময় আব্রামের ওজন ছিল মাত্র দেড় কেজি,প্রিম্যাচিওর সন্তান ছিলেন তিনি।নেট দুনিয়ায় সেই সময় জল্পনা ছড়ায়,এই সন্তানকে নাকি মেনেই নিতে পারেননি গৌরী খান। অথচ,আসলে এই সন্তানের খুব কাছের ছিলেন গৌরী।বর্তমানে মা বাবা এবং দাদা (আরিয়ান খান) দিদির (সুহানা খান) খুব আদরের আব্রাম।মাঝেমধ্যেই পরিবারের অন্যান্যদের সাথে সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে তার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side