Type Here to Get Search Results !

BJP MLA: দলে ফিরতেই বিধায়ক সৌমেন রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহার বিজেপির



সুশোভন সিংহ ; কালিয়াগঞ্জ :- ২০২১ বিধানসভায় (2021 Assembly Election) কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জেতেন সৌমেন রায় (MLA Soumen Roy)। নির্বাচন পরবর্তী সময়ে তিনি যোগ দেন তৃণমূলে (TMC) যোগ দেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে আবার নাটকীয়ভাবে ‘ঘরে’ ফেরেন সৌমেন।


তৃণমূলে থাকাকালীন বিজেপির পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষের কাছে দলত্যাগ বিরোধী আইনে কালিয়াগঞ্জে বিধায়ক সৌমেনের বিধায়ক পদ খারিজের জন্য আবেদন করা হয়েছিল। সৌমেন বিজেপিতে (BJP) ফিরতেই বদলে যায় সেই চিত্র। পুনরায় বিধানসভার অধ্যক্ষের কাছে বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহার করে চিঠি দেয় বঙ্গ বিজেপি শিবির।


২০২১ সালে বিজেপি কোচবিহার থেকে নিয়ে এসে কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী করেছিলেন সৌমেনকে। বিজেপির সৌমেনের বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহারের বিষয়ে ইতিমধ্যেই সুর চরিয়েছে তৃণমূল উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব। এই প্রসঙ্গে তৃনমুলের জেলা চেয়ারম্যান শচীন সিংহ জানান, ‘বিধায়ক পদ নিয়ে সৌমেন রায় ছেলেখেলা করছেন৷ অবিলম্বে তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। সাধারণ মানুষ তাঁর কাছ থেকে ন্যূনতম সুবিধে পান না।’


যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানান, ‘বিষয়টি আমাদের দলের বিধায়ক সম্পর্কিত। এব্যাপারে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবেন।’
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side