বালুরঘাট,জয়জিৎ মহন্ত:- দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে এবছর প্রথম দুর্গাপূজার সেরা সম্মান ২০২৩ দিতে চলেছে।
সেই উপলক্ষে বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ। বিপ্লব বাবু জানান এবছর কো অপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সকল পুজো কমিটিদের মধ্যে শারদ সম্মান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে প্রথম স্থান অধিকারী কে কুড়ি হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী কে ১০০০০ টাকা, এবং তৃতীয় স্থান অধিকারী কে ৫০০০ টাকা পুরস্কৃত করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলে এদিনের সাংবাদিক সম্মেলনে ব্যাঙ্কের চেয়ারম্যান জানান। এই প্রতিযোগিতার ফ্রম ব্যাঙ্কের ওয়েবসাইটে পাওয়া যাবে www.dddccbl.com এবং ফ্রম ব্যাঙ্কের জেলার যেকোন শাখাতে জমা দেওয়া যাবে।