মালদা:- গণধর্ষণের অভিযোগ উঠার এক সপ্তাহের মধ্যে গৃহবধূকে খুন করে কোন এক প্রতিবেশীর বারান্দায় টাঙ্গিয়ে রাখার অভিযোগ উঠেছিল বাঙ্গিটোলা এলাকায়। এই ঘটনায় জড়িত অভিযুক্তদের মঙ্গলবার জেলা আদালতে পেশ করল মোথাবাড়ি থানার পুলিশ।
প্রসঙ্গ উল্লেখ্য বছর পাঁচেক আগে বাঙ্গিটোলা এলাকার রেহেনা খাতুনের হয়েছিল পঞ্চনন্দপুর এলাকার সাধুর আখারা গ্রামের যুবক আকাশ আলীর সঙ্গে।
স্থানীয় সূত্রের খবর অভাবের সংসারে স্বামী স্ত্রীর কলহ লেগে থাকতো তাদের। তিনটি কন্যা সন্তানও রয়েছে। সূত্রের খবর গত এক বছর আগে নাকি গৃহবধূ রেহেনা খাতুন অনেকের কাছে টাকা ঋণ নিয়েছিল। এবং সেকথা স্বামী জানতেন বলে পাওনাদার বাড়িতে আসায় এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। রবিবার এই বচসা চরম পর্যায়ে পৌঁছায়। সোমবার সকালে গ্রামের একটি বাড়ির বারান্দায় রেহেনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। । তড়িঘড়ি স্থানীয় বাঙ্গীটোলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে।
ওদের বাপের বাড়ির পরিবারের অভিযোগ যে তাদের মেয়েকে খুন করে প্রতিবেশীদের বারান্দায় টাঙিয়ে রাখা হয়েছে। এই ঘটনায় রেহেনার / গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করে মোথাবাড়ি থানার পুলিশ।
এই ঘটনায় অভিযুক্ত আকাশ আলী এবং তাদের আত্মীয় সামিউল শেখকে সাতদিনের পুলিশি হেফাজতে চেয়ে আজ জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।