বাংলাদেশ:- মেহেরপুরের বাজারের বিদেশি ফলের সমাহার তবে উৎপাদন হচ্ছে মেহেরপুর জেলায়। আর এভাবেই বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ উচ্চমূল্যের এসব ফল। তবে স্থানীয়ভাবে উৎপাদন হওয়ায় আমদানি করা ফলের ফলের চেয়ে এর দাম অনেক কম।
এ চিত্র সূতিকাগার খ্যাত মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের।