Type Here to Get Search Results !

শিশুদের ঝগড়ায় লাগল রাজনৈতিক রঙ, তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল কংগ্রেস সমর্থকের বিরুদ্ধে

শিশুদের ঝগড়ায় লাগল রাজনৈতিক রঙ, তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল কংগ্রেস সমর্থকের বিরুদ্ধে



মালদা;তনুজ জৈন;০৪সেপ্টেম্বর: দুই পরিবারের শিশু অঙ্গনওয়াড়িতে গিয়ে খাবার নিয়ে ঝগড়া বাধায়। সেই ঝগড়ার জের এবার পরিবারের উঠোনে এসে পৌঁছল। আর ওই ঝগড়াতে লাগলো রাজনৈতিক রঙ। তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে ব্যাপক মারধোরের অভিযোগ উঠলো এলাকারই এক সক্রিয় কংগ্রেস কর্মীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের জিকো ডাঙা গ্রামে।অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মী আব্দুল সামাদ ও তার পরিবারের বিরুদ্ধে। মারধরে আহত হয়েছেন তৃনমূল কর্মী আসদুল হকের স্ত্রী লালবানু বিবি(৪০) ও তার বয়স্ক মা আরিফা বিবি(৫৫)। এমনকি মারধর করা হয়েছে তার দুই মেয়েকেও।বাড়িতে ঢুকে হামলা চালানোর পাশাপাশি লুটপাট চালানো হয় বলে অভিযোগ।পাট বিক্রির নগদ ৫০ হাজার টাকা,সোনা ও রুপোর অলঙ্কার লুটপাট করে নিয়ে যায় ওই কংগ্রেস কর্মী বলে অভিযোগ।আহত অবস্থায় পরিবারের লোকেরা লালবানু বিবিকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করিয়েছেন।যদিও কংগ্রেস কর্মী আব্দুল সামাদ নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি আনতে গিয়ে তৃনমূল কর্মী আসদুল হকের ছোট মেয়ে নিশা খাতুন (১১)এর সঙ্গে কংগ্রেসের কর্মী আব্দুল সামাদ এর ছোট ছেলে আজমাইল হক(১২)এর মধ্যে ঝগড়া হয়।নিশা খাতুন আজমাইল হকের বুকে কামড় বসিয়ে দেয় বলে অভিযোগ।এতেই দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা।ঘটনার দুই দিন পর আব্দুল সামাদ,আসদুল হকের বাড়িতে ঢুকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে পরিবারের লোকেদের ব্যাপক হারে মারধর করেন‌ বলে অভিযোগ।আসদুল হকের স্ত্রীকে লোহার রড দিয়ে মেরে অজ্ঞান করে দেন এবং তার বয়স্ক মা আরিফা বিবিকে মাটিতে ফেলে বেআব্রু ভাবে মারধর করা হয় বলে অভিযোগ।


হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি বিমান বিহারী বসাক জানান এলাকায় একটি সিট তৃণমূল কংগ্রেস জিতেছে তারপর থেকেই সেখানে অশান্তি পাকাবার চেষ্টা করছে আমাদের কর্মী এবং তাদের পরিবারের সঙ্গে। এই ঘটনায় আমাদের কোন কর্মী জড়িত নয়।


আহত লালবানু বিবি জানান আজকে সকাল বেলা হঠাৎ করে সামাদ ও তার দলবল আমার বাড়িতে হামলা চালায়। আমাকে বেধড়ক মারধর করে এমনকি আমার বৃদ্ধ শাশুড়ি মাকেও ওরা ছাড় দেয়নি।


যদিও অভিযুক্ত আব্দুল সামাদ জানান ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। ওরাই উল্টে সপরিবারে আমার ছেলেকে মারধর করেছে। আমরা এর বিচার চাইতে গেলে উল্টে ওরাই আমাদের উপর হামলা চালায়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side