বালুরঘাট,জয়জিৎ মহন্ত:- রোড এলইডি স্ক্রীনের কাজ করার সময় ১১ হাজার বিদ্যুতের তারের শক খেয়ে আহত এক কর্মী। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর নাগাদ বালুরঘাট শহরের চকভৃগু এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে চকভৃগু এলাকায় একটি রোড এলইডি স্ক্রীনে কাজ করার সময় ১১০০০ ভোল্টের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই কর্মী। সাথে সাথে স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের খবর দেন। এবং স্থানীয়দের সহযোগিতায় এলইডি স্ক্রীনের উপর থেকে নামানো হয় ওই ব্যক্তিকে। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় ওই কর্মীকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।