ময়নাগুড়ি, ৫ সেপ্টেম্বর : মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মেলার মাঠ থেকে দুটি অসুস্থ্য ময়ূর উদ্ধার করলো ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন।
এদিন মেলার মাঠে প্রথমে স্থানীয়রা ময়ূর দুটিকে দেখতে পান। এরপর তারা ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে খবর দিলে তারা গিয়ে ময়ূর দুটিকে উদ্ধার করেন। জানা যায়, উদ্ধার হওয়া আহত দুটি ময়ূরকে উদ্ধার করার পর প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য অমল রায় বলেন, " আমাদের কাছে খবর আসে যে মেলার মাঠে দুটি অসুস্থ্য ময়ূর দেখতে পান। আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। ময়ূর দুটি অসুস্থ্য রয়েছে। যার ফলে সেগুলিকে প্রকৃতি পর্যবেক্ষনে পাঠানো হবে। তারপর জঙ্গলে ছাড়বেন বন দফতরের কর্মীরা।"