বালুরঘাট,জয়জিৎ মহন্ত:- কৃষি প্রবণ জেলা হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলা। আর এই জেলাতেই কৃষকের মাথায় হাত পড়েছে বৃষ্টির অভাবে। সাধারণত ধান এবং পাট এই জেলার প্রধান ফসল কিন্তু সময় মতন বৃষ্টি না হওয়ার কারণেই ধান এবং পাট চাষে ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষকরা।
দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝিয়ান ক্যাম্পাসের আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর জানান চলতি বছরে জুন মাসের বৃষ্টির পরিমাণ ৪০ শতাংশ এবং জুলাই মাসে কুড়ি শতাংশ ঘারতি আছে। আর বৃষ্টি না হওয়ার কারণে চাষের জমিতে ধান গাছ শুকিয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত জল না থাকার কারণে পাট জাগ দিতে পারছে না কৃষকরা। তাই জমিতেই পাট পড়ে রয়েছে এই কারণে বিপুল ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শনিবার রাতে অথবা রবিবার সকালে জেলায় বিক্ষিপ্তভাবে অল্প বৃষ্টি হলেও হতে পারে বলে জানান সুমন সূত্রধর।