তপন,জয়জিৎ মহন্ত:- দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রাধা গোবিন্দ শ্রেবাশ্রম সংঘের কৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে ও জগন্নাথ মন্দির শুভ সূচনাও করেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি সুদর্শন চক্র তুলে দেয় পুরী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত, এদিনের এই অনুষ্ঠানে গানও গান শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন ওড়িশার জগন্নাথ মন্দির প্রধান পুরোহিত ভবানী প্রসাদ দৈতাপতি প্রভু সহ তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।