মালদা: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। কিন্তু স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সবুজ সাথীর সাইকেল৷ স্কুলের বারান্দায় পড়ে থেকে থেকে মরচে ধরতে শুরু করেছে শয়ে শয়ে সাইকেল। এমনই ছবি দেখা গেল মালদহের পুরাতন মালদা বাচামারি জিকে হাইস্কুলে। গোটা বিষয়টি জেনে খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি। এই নিয়ে বাচামারি জিকে হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃতকুমার ঘোষ জানান, ‘সবুজ সাথী প্রকল্পে অন্যান্য স্কুলের মতো আমাদের স্কুলেও প্রতি বছর সাইকেল আসে৷ আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সেই সাইকেল বিলি করে দিই৷ কিন্তু সমস্যা হল, প্রতি বছরই কিছু ছেলেমেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়৷ তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যায়৷ এই ড্রপ আউটদের সাইকেল প্রতি বছর জমা হতে থাকে৷ এভাবেই বর্তমানে স্কুলে ৭০-৮০টি সবুজ সাথীর সাইকেল জমা হয়ে রয়েছে৷ আমরা সাইকেলগুলি ফিরিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি৷ আমাদের যেন কম সাইকেল দেওয়া হয়, সেই আবেদন ও করেছি৷ কিন্তু সেখান থেকে বলা হচ্ছে, কিছু করা যাবে না৷ সাইকেল কম যেমন দেওয়া যাবে না, ফিরিয়েও নেওয়া যাবে না৷ কারণ, এখন শিক্ষা দফতর সরকারি পোর্টাল থেকেই স্কুলে যাবতীয় তথ্য সংগ্রহ করে৷ তাই সরকারি প্রকল্পের সাইকেল পড়ে থেকে থেকে নষ্ট হলেও আমাদের কিছু করার নেই৷ আমরা এই সাইকেল ফেরত পাঠাতে তৈরি আছি৷’
এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী অভিযোগ করেন, তৃণমূল সরকার এবং তৃণমূলের দলটা সমস্ত কিছু চুরি করছে এখন তারা সবুজ সাথীর সাইকেল ছাড়ছে না। শুধুমাত্র একটি স্কুল নয়, বিভিন্ন স্কুলে গেলে দেখা যাবে সবুজ সাথী প্রকল্পের সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে।
অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার জানান, পঞ্চায়েত ভোট ছিল ওই কারণে সাইকেল গুলি বিলি করা হয়নি। প্রশাসনের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি সাইকেল গুলি বিলি করা হবে।