আপনার নিউজ:- বিশ্বের বৃহত্তম গণপরিবহনের মধ্যে ভারতীয় রেল ব্যবস্থা অন্যতম। ইংরেজদের সময় থেকে শুরু হওয়া এই গন পরিবহন ক্রমশ ভারতের বুকে বৃহত্তর প্রভাব ফেলেছে। বর্তমান সরকারের সময় রেলের পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য রেলকে কিছু অংশে বেসরকারি করনের দিকে এগিয়েছে। ক্রমবর্ধমান ঘটে যাওয়া রেলের দুর্ঘটনার ফলে নিরাপত্তার দিকটা ভাবাচ্ছে সরকারকে। দক্ষ কর্মীর অভাবে ভারতীয় রেল পরিষেবা ব্যাহত হচ্ছে, বহু শূন্য পদ রয়েছে ভারতীয় রেলে।
সম্প্রতি রাজ্যসভায় খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পেশ করা তথ্যে ফের উঠে এসেছে শূন্য পদের খতিয়ান। যার সংখ্যা আড়াই লাখেরও বেশি। নিয়োগের জন্য চূড়ান্ত স্তরে নির্বাচিত হয়েছেন ১,৪৭,২৮০ জন। ফলে তার পরেও ফাঁকা থেকে যাবে বহু পদ। তার উপরে নন-গেজেটেড বিভাগে কর্মী লাগবে ৩.১২ লক্ষ। এই পরিসংখ্যানের সূত্রেই নতুন করে সমালোচনায় বিদ্ধ হয়েছে কেন্দ্র। প্রশ্ন উঠেছে, যেখানে দীর্ঘ দিন কর্মীর অভাবে রেলের বিভিন্ন যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কাজ ধাক্কা খাচ্ছে ও ঝুঁকির মুখে পড়ছে যাত্রী সুরক্ষা, সেখানে এত দিন ধরে এতগুলি পদ খালি ফেলে রাখা হয়েছে কেন?