আপনার নিউজ:-বয়স যে সংখ্যা মাত্র তা বারবারই প্রমাণ করেছেন শ্রাবন্তী। টলিপাড়ায় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বারবার তাকে ট্রোল হতে হয়েছে। অভিনেত্রী সোশ্যাল সাইটে সর্বদা একটিভ থাকেন। তিনি কখন কী করছেন সবেতেই নজর থাকে মিডিয়ার। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে নায়িকাদের সর্বক্ষণ নজরে নজরেই রাখেন নেটিজেনরা। সম্প্রতি এক ভিডিও পোস্ট করে নেটিজনদের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার এক মাধ্যমে এক ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে লাল রঙের ছোট পোশাকে তিনি সমুদ্র সৈকতে নাচছেন,এবং সেই সময় হাওয়ায় পোশাকের নিমাংশ উড়ে গিয়ে অন্তবাস দেখা যাচ্ছে। আর এর পরেই নেটিজনরা হুড় মুড়িয়ে পড়েন তার পোস্টে একের পর এক মন্তব্য করতে থাকেন তারা। একজন ভক্ত লিখছেন "এই বয়সে এগুলো আর মানায় না "আবার আরেকজন লিখেছেন "এবার থেকে পোশাক ছাড়া ছবি দেবেন বেশি লাইক এবং কমেন্ট পাবেন "
দেখুন সেই ভিডিও 👉https://www.instagram.com/reel/CwUxiZMIWXh/?igshid=MzRlODBiNWFlZA==