আপনার নিউজ; বালুরঘাট :- আসন্ন দূর্গা পূজা কে সামনে রেখে বালুরঘাট শহরের বালুরঘাট নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগার এর পক্ষ থেকে খুঁটি পূজার মধ্যে দিয়ে এ বছরের দুর্গা পূজার প্রস্তুতি শুরু করে দেয়া হলো রবিবার।
বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের ক্লাব বলে পরিচিত এই ক্লাব এবছর তাদের পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে রাখছে অযোধ্যার রাম মন্দির কে। অযোধ্যার রাম মন্দিরের আদলে এই বছর তাদের দুর্গা পূজার মন্দির তৈরি করতে চলেছে এই ক্লাব। পাশাপাশি জানা গেছে এই ক্লাব তাদের পুজোর উদ্বোধনীতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে এনে তাদের পূজার উদ্বোধন করতে চায়। সেই লক্ষ্যেই তারা আগেভাগে তাদের প্রস্তুতি সারছে বলে জানা গেছে। ২০২৪ সালে প্রধানমন্ত্রী অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের লক্ষ্যমাত্রা নিয়েছেন। সেই উদ্বোধনের আগে রাম মন্দিরের এই ছোট্ট রিপলেকা দর্শকদের কতটা মন কারে? এখন সেটাই দেখার।