![]() |
ছবি- সংগৃহীত |
রায়গঞ্জ:- প্রায় দুমাস হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট সম্পূর্ণ হওয়ার, নানান দুর্নীতিতে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত গুলোতে সেভাবে তদন্ত না হলেও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ২ নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুকুর কেলেঙ্কারি তে তদন্ত নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের আদেশ কে মান্যতা দিয়ে রায়গঞ্জ ব্লক অফিসের এনআরইজিএস প্রকল্পের আধিকারিক ও নির্মাণ সহায়করা দুটি গাড়ি নিয়ে তদন্তে আসেন,তবে গ্রামবাসীদের অভিযোগ তদন্তকারী দল সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেনি। এরপরেই গ্রামবাসী তদন্তকারীদের ঘিরে বিক্ষোভ দেখান।
প্রসঙ্গত, গ্রামবাসীদের অভিযোগ, ২১টি পুকুর খনন না করেই বিল তুলে নিয়েছেন বিদায়ী প্রধান জ্যোৎস্না বর্মন সহ পঞ্চায়েতের কর্মকর্তারা। অথচ তদন্তকারীরা সেই অভিযোগের তদন্ত না করে ৫০ বছরের পুরোনো পুকুরের মাপজোখ করছিলেন।এই দেখার পরে বিক্ষোভে ফেটে ওঠে গ্রামবাসীরা গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, বিগত পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা নানান কায়দায় সাধারণ মানুষের প্রাপ্য টাকা আত্মসাৎ করেছেন। বিদায় প্রধান জ্যোৎস্না বর্মন মন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী। পুকুর খননের অভিযোগে প্রধান এবং পঞ্চায়েত কর্মীরা জেলা প্রশাসনের নির্দেশে প্রায় আত্মসাৎ এর চার লক্ষ ২৮ হাজার ফেরত দেয়।
গ্রামবাসী একাংশ মনে করছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একমাত্র মন্ত্রী স্ত্রী হওয়ায় তদন্তকারী দল সঠিকভাবে তদন্ত করছেন না, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সরজমিনে এসে তাদেরকে নিয়ে ঘটনার পূর্ণনির্মাণ করাচ্ছেন না। গ্রামবাসী একাংশের মতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এই কেলেঙ্কারি কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন একাংশ।