মালদা; তনুজ জৈন:- রবিবার মালদার পুখুরিয়া থানা এলাকার চৌদুয়ার গ্রামে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সাথে দেখা করতে এলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, মালদা জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অনেকেই।
মালদার রতুয়া ২ ব্লকের ককলামারী প্রমীলাবালা উচ্চ বিদ্যালয়ে মৃত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে দুই লক্ষ টাকার রাজ্য সরকারের আর্থিক সহযোগিতার চেক, বিধবা ভাতার কাগজ তুলে দেওয়া হয়। মৃত ১৬ জন শ্রমিকের পরিবারের হাতে রাজ্য সরকারের সহযোগিতা তুলে দেন।
ফিরাদ হাকিম বলেন আমি রাজ্যের মন্ত্রী এদিক ওদিক ঘুরে বেড়াই। রাজ্যপাল কি ভোটে দাঁড়াবে? যেখানে সেখানে চলে যাচ্ছেন এটা রাজ্যপালের কাজ নয়। সরকারকে পরামর্শ দেওয়া রাজ্যপালের কাজ। যে কাজ বিজেপি করতে পারছেন না সেটা রাজ্যপাল কে নিয়ে কড়াচ্ছে। রাজ্যপালের মালদা সম্পর্কে কটাক্ষ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।