![]() |
ছবি:- সংগৃহীত |
করণদিঘি:- বালুরঘাটের পর এবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে রুগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য! চিকিৎসার গাফিলতির মৃত্যু এই অভিযোগে নার্সিংহোম চত্বরে ভাঙচুর চালায় রোগীর পরিজনেরা।
সূত্রের খবর অনুসারে, করণদিঘি ব্লকের পান্ডেপুর সংলগ্ন বিহারের একটি নার্সিংহোমে এই ঘটনা ঘটেছে। অত্র এলাকার বাসিন্দা অজয় পাসোয়ানের গর্ভবতী স্ত্রীকে এই নার্সিংহোম ভর্তি করান। তবে জানা যায় ইসলামপুর মেডিকেল কলেজে রুগীকে ভর্তি করানোর কথা থাকলেও দালালের পাল্লায় পরে এই নার্সিংহোমে ভর্তি করান।
প্রসঙ্গত,অজয় এর স্ত্রী চানো পাসোয়ানের ইন নার্সিংহোমে সিজার হওয়ার পর শারীরিক অবস্থা অবনতি হলে রোগীকে পুর্ণিয়ায় রেফার করা হয়।পরে ডাক্তারের কথায় চানো পাসোয়ান কে বাড়িতে নিয়ে আসেন। রাতে হঠাৎ আবার রোগীর শারীরিক অবস্থা অবনতি হলে পান্ডেপুরের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে রোগীর মৃত্যু হলে, নার্সিংহোম চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত রোগীর পরিবার নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।