আপনার নিউজ; সুশোভন সিংহ :- রাজ্যে সবে মাত্র পঞ্চায়েত ভোটের কার্যক্রম শেষ হয়েছে,এর মধ্যেই রাজ্যের যুযুধান দুই রাজনৈতিক দল টিএমসি এবং বিজেপি আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক কার্যকলাপ শুরু করে দিয়েছে। এর মধ্যেই আগামী আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। উপনির্বাচনে ধূপগুড়ির আসনটি ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির।
প্রসঙ্গত,গত ২০২১ সালের বিধানসভা ভোটে গোটা উত্তরবঙ্গের মত ধূপগুড়িতে বিজেপি ভাল ফলাফল করে। ধূপগুড়ি থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। তবে চলতি বছরের ২৫ ২৫ জুলাই কলকাতার বেসরকারি হাসপাতালে মারা যান বিজেপি বিধায়ক। তার মৃত্যুর পর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। সবে সমাপ্ত পঞ্চায়েত ভোটে বিজেপি উত্তরবঙ্গে আশানুরূপ ফলাফল করতে পারেনি।
এই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন নির্মলচন্দ্র রায়কে অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়েকে। একসময়ের লাল দূর্গ ক্রমে টিএমসি হয়ে বর্তমানে বিজেপির দূর্গে পরিনত হয়েছে। তবে পঞ্চায়েত ভোটের ফলাফল ভাবাচ্ছে বঙ্গবিজেপি কে। গত বিধানসভার ভোটে দলের ভোটপ্রাপ্তির হার ছিল ৪৫.৬৫ শতাংশ। আর তৃণমূল পেয়েছিল ৪৩.৭৫ শতাংশ। শতাংশের নিরিখে প্রায় ২% ভোট কম পেয়েছিল টিএমসি,তবে এই পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ স্তরে তৃণমূল পেয়েছে ৪৭.৬০ শতাংশ ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৩৯.২০ শতাংশ আর বাম-কংগ্রেস জোটের দখলে ১২.১০ শতাংশ ভোট। আর ঠিক এই বিষয়টি চিন্তায় রেখেছে জেলা বিজেপি নেতাদের।
এই আসনে মূলত রাজবংশী ভোট বেশি, বিগত নির্বাচন গুলোতে বিজেপিকে দুই হাত তুলে আশির্বাদ করেছিল রাজবংশীরা। রাজবংশীদের ভাবাবেগ কে কাজে লাগিয়ে কোচবিহারের রাজ পরিবারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিজেপি। তবে এই উপনির্বাচনে স্থানীয় কোন নেতৃত্ব কে টিকিট না দিয়ে রাজনৈতিক আঙ্গিনা থেকে বহুদূরে থাকা তাপসী রায়েকে কেন? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছে শহীদ জাওয়ানের ভাবাবেগকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তবে রাজনৈতিক মহল যাই বলুক না কেনো,এই আসনের উপনির্বাচনে ফলাফল কতটা প্রভাব ফেলবে আগামী লোকসভা ভোটে তা দেখার বিষয়।