সুশান্ত সিং এর ফাঁকা ফ্ল্যাট কিনলেন দ্য কেরালা স্টোরি’র অভিনেত্রী অদা শর্মা
আগস্ট ২৬, ২০২৩
0
আপনার নিউজ ডেক্স রিপোর্ট:- অভিনেতার মৃত্যু রহস্য এখনো উন্মোচিত হয়নি, তার মধ্যেই মুম্বইয়ের যে অভিজাত বান্দ্রা এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের নিথর দেহ সেই ফাঁকা পড়ে থাকা ফ্ল্যাটটি এবার কিনে নিলেন দা কেরালা স্টোরির অভিনেত্রী আদা শর্মা।
উল্লেখ্য, আদা শর্মা দীর্ঘদিন ধরে মুম্বাই একটি ফ্ল্যাট খুঁজছিলেন, সুশান্ত সিং এর ব্যবহৃত ফ্ল্যাটটি অনেকে ভাড়া নিতে রাজি হচ্ছিলেন না, বলিউডে একাংশ মনে করছিলেন এই ফ্ল্যাটটি অশুভ,সেই অশুভ ফ্ল্যাটেই এবার ভাড়া নিলেন আদা শর্মা।
সুশান্তের মৃত্যুর পর দেশ জুড়ে তোলপাড় হয়ে যায়। তদন্ত শুরু হয়। শেষমেশ রিপোর্টে জানানো হয়, আত্মহত্যা করেছেন অভিনেতা। এই ঘটনার পর থেকেই অভিজাত এলাকার ওই ফ্ল্যাটের চাহিদা পড়তে থাকে। যদিও সেই সময় বলিউডের বেশ কিছু অভিনেতা বাড়ি খুঁজছিলেন। তবে কেউই আর সুশান্তের সেই বাড়িতে থাকতে রাজি নন। সকলেরই প্রায় ধারণা এই বাড়ি অশুভ। আর তারকাদের ভাড়া দিতে চান না বাড়ির মালিকও।
৩৬০০ বর্গফুটের এই ফ্ল্যাটটির জন্য প্রায় চার লক্ষ টাকা ভাড়া দিতেন সুশান্ত সিং তবে বর্তমানে আদা শর্মা ঠিক কত টাকা মূল্যে এ ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন তা জানা যায়নি।
Tags