মালদা;তনুজ জৈন;০৪নভেম্বর: উৎসবের মরশুমে তৎপর পুলিশ।অতীতের দুর্ঘটনার কথা মাথায় রেখে নির্দেশ ছট পুজো উদ্যোক্তাদের। বিভিন্ন ঘাট পরিদর্শন। সাথে ড্রোন দিয়ে চালানো হবে নজরদাড়ি।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বারদুয়ারী এলাকায় এদিন ছট পুজোর ঘাট পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদি লামা। ২০২১ সালে ছট পূজোয় ঘাটের উপর মঞ্চ ভেঙে ঘটে ছিল ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনার কথা মাথায় রেখেই বিভিন্ন ঘাটে গিয়ে পুজো কমিটিকে নির্দেশ দিল পুলিশ। মঞ্চ করতে হবে মাটির উপরে। পুকুরে জলের উপর মঞ্চ করা যাবে না এমনটাই নির্দেশ পুলিশের। এক জায়গায় এমন মঞ্চ করা হলেও সেখানে মঞ্চ খুলিয়ে নেওয়া হয়। সাথে প্রত্যেক পূজা উদ্যোক্তাকে সিসিটিভি ব্যবহারের নির্দেশ দেয় পুলিশ প্রশাসন। এছাড়াও বিদ্যুতের তার সঠিক ভাবে যাতে ব্যবহার করা হয় সেটাও খতিয়ে দেখা। পুজোতে যেন কোন বিঘ্ন না ঘটে তার জন্য তৎপর পুলিশ প্রশাসন।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন,আমরা আজ এসে বিভিন্ন ঘাট পরিদর্শন করলাম। জলের উপর মঞ্চ করতে দেওয়া হচ্ছে না। আমরা বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখলাম। যাতে সব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নির্দেশ দিলাম।
হরিশ্চন্দ্রপুর ২ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদি লামা জানান, ছট পূজা উপলক্ষে আমরা ঘাট পরিদর্শন করে গেলাম। আমরা বিভিন্ন নির্দেশ দিয়ে গেছি। বিদ্যুতের তার থেকে শুরু করে পোশাক বদলানোর জন্য অস্থায়ী নির্দিষ্ট ঘর করার নির্দেশ।
পূজা উদ্যোক্তা উত্তম আচার্য জানান, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন। কেউ তো এর আগে দুর্ঘটনা ঘটেছিল। তাই বলা হল জলের উপর প্যান্ডেলের ডাইস করা যাবে না।