মালদা;তনুজ জৈন;০৯নভেম্বর: এক সময় ভোর বেলায় তিনিও হেঁটেছেন তাঁদের সাথে। যদিও কাজের চাপে এখন আর হয় না। তবে বন্ধুত্ব দীর্ঘ পঞ্চাশ বছরের। আজ তাঁরাই মর্মান্তিক দূর্ঘটনায় চলে গেলেন। তাই খবর পেয়েই বন্ধুর বাড়ি ছুটে গেলেন মন্ত্রী তাজমুল হোসেন।
মালদার হরিশ্চন্দ্রপুরে আজ শনিবার ভোরে প্রাতভ্রমণে বেরিয়ে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হয় তিন জনের। গুরুতর আহত দুই। পেছন থেকে বেপরোয়া ভাবে ছুটে এসে তাঁদের ধাক্কা মারে একটা পিক আপ ভ্যান। গাড়ি সহ ছিটকে যায় তিন জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ সাহা,
চিকিৎসক সুরেশ খৈতান, এবং ফেকন লাল রাম। চিকিৎসক সুরেশ খৈতান এবং দিলীপ সাহার সাথে দীর্ঘদিনের সম্পর্ক তাজমুল হোসেনের। তাজমুল হোসেন তাঁদের সঙ্গে একসময়ে মর্নিং ওয়াকেও বেরিয়েছেন। এখন কাজের চাপে আর হয় না। মাঝে মধ্যে এলাকার ডাক্তারবাবু সুরেশ খৈতানের চেম্বারে চলে যেতেন, আড্ডা হতো, আলোচনা হত স্বাস্থ্য নিয়ে। বন্ধু বিয়োগে এখন নিজেকে আর সামলাতে না পেরে আইসি মনোজিৎ সরকার, এসডিও সৌভিক মুখার্জী, বিডিও সৌমেন মন্ডল কে সঙ্গে নিয়ে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন সার্বিক ভাবে। তাই খবর পেয়েই ছুটে গেছেন পরিবারের কাছে। অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে গেছেন আইসি কে সঙ্গে নিয়ে এসডিপিও সোমনাথ সাহা সহ প্রশাসনিক আধিকারিকরা। এলাকায় রাতে অন্ধকার হয়ে থাকে এমন দুর্ঘটনা যাতে না হয় সেকারণে দুর্ঘটনা স্থল এলাকাতে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ জেলা শাসক নীতিন সিংহানিযার।