মালদা;২২নভেম্বর: একদিকে লাগাতার রাস্তার দুর্নীতি নিয়ে খবর। খবরের জেরে সিডিউল টাঙানো। তারপর বৃদ্ধের জমি দখল করতে গিয়ে গণধোলাই এর ভাইরাল ভিডিও নিয়ে খবর। একের পর এক খবরের পর জমি মাফিয়া দুষ্কৃতীদের রোষের মুখে 'আপনার নিউজ' এর সাংবাদিক। রাতের অন্ধকারে বাড়িতে আক্রমণ।পাথর ছুড়ে ভাঙা হলো সিসিটিভি। লুটপাট। পরবর্তীতে এলাকার মানুষের প্রতিরোধে দুষ্কৃতীদের হাতেনাতে ধরে ধোলাই। তারপরে কোনক্রমে এলাকা ছেড়ে পালালো দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশবাহিনী।
বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে 'আপনার নিউজ' সাংবাদিক তনুজ জৈনের বাড়িতে স্থানীয় প্রভাবশালী জমি মাফিয়া সঞ্জীব গুপ্তা, বাবলু কর্মকার সহ তাদের দলবল চড়াও হয়। আক্রমণ চলে বাড়িতে। চলে ভাঙচুর। ভাঙা হয় সিসিটিভি। এলাকাবাসী টের পেতেই পুরুষ মহিলা নির্বিশেষে সম্মিলিত ভাবে তাড়া করে সঞ্জীব গুপ্তাকে। তারপরেই গ্রাম ছেলে পালায় সঞ্জীব গুপ্তা ও তার দলবল।হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক তনুজ জৈন। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর মূলত রাস্তা দুর্নীতি এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে বেশ কিছু খবরের কারণেই দুষ্কৃতিদের টার্গেট হয় ওই সাংবাদিক। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবী তুলেছে এলাকাবাসী।